22/09/2020

মঙ্গলবার থেকে চালু হবে ১৫ জোড়া যাত্রীবাহী ট্রেন। বুকিং শুরু সোমবার বিকেল থেকে

মঙ্গলবার থেকে চালু হবে ১৫ জোড়া যাত্রীবাহী ট্রেন। বুকিং শুরু সোমবার বিকেল থেকে

আগামিকাল, সোমবার বিকেল ৪টে থেকে সীমিত সংখ্যক ট্রেনের জন্য আসন সংরক্ষণ চালু করতে চলেছে ভারতীয় রেল। সংরক্ষণ হবে IRCTC ওয়েবসাইটের মাধ্যমে।
IRCTC online ticket booking
আগামী ১২ মে থেকে ক্রমে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল। প্রথম দফায় চালু করা হচ্ছে ৩০টি রিটার্ন জার্নি-সহ ১৫ জোড়া ট্রেন।

রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনগুলি বিশেষ ট্রেন হিসেবে নয়াদিল্লি স্টেশন এবং ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মাদগাঁও, মুম্বই সেন্ট্রাল, আমদাবাদ ও জম্মু তাওয়াই স্টেশনের মধ্যে চলাচল করবে।

আগামিকাল বিকেল ৪টে থেকে এই ট্রেনগুলিতে আসন সংরক্ষণ প্রক্রিয়া চালু করা হবে। শুধুমাত্র IRCTC ওয়েবসাইটের মাধ্যমেই আসন সংরক্ষণ করা যাবে।

রেল স্টেশনের কাউন্টার থেকে টিকিট বিক্রি বন্ধ থাকছে। এই কারণে পাওয়া যাবে না প্ল্যাটফর্ম টিকিটও। স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে শুধুমাত্র বৈধ টিকিটধারীদেরই।