22/09/2020

চারটে বাজতেই ক্র্যাশ করল IRCTC ওয়েবসাইট,আবার বুকিং হবে ৬ টা থেকে

চারটে বাজতেই ক্র্যাশ করল IRCTC ওয়েবসাইট,আবার বুকিং হবে ৬ টা থেকে

শুরুতেই হোঁচট খেল ভারতীয় রেলের যাত্রীবাহী রেল পরিষেবা চালুর পরিকল্পনা। বিকেল চারটে থেকে ওই ট্রেনগুলির টিকিট বুকিং চালুর কথা ছিল।
IRCTC website crash
কিন্তু নির্দিষ্ট সময়ে ক্র্যাশ করে গেল IRCTC-র ওয়েবসাইট। তবে রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইট স্বাভাবিক হয়ে যাবে।

রেল মন্ত্রকের তরফে একটি টুইটবার্তায় বলা হয়েছে, ‘বিশেষ ট্রেন সংক্রান্ত তথ্য IRCTC-র ওয়েবসাইটে তোলা হচ্ছে। ট্রেনের টিকিট বুকিং কিছুক্ষণের মধ্যে শুরু হবে। দয়া করে অপেক্ষা করুন। অসুবিধার জন্য দুঃখিত।’

পরে রেলকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ‘১৫ জোড়া বিশেষ ট্রেনের জন্য বুকিং প্রক্রিয়ায় দু’ঘণ্টা দেরি হচ্ছে। সন্ধ্যা ছ’টা থেকে বুকিং শুরু হবে।’ পরে IRCTC-র ওয়েবসাইটেও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের দু’ঘণ্টা পর বুকিং শুরু হবে।