25/09/2020

সাতসকালে শ্রীনগরে গুলির লড়াইয়ে এনকাউন্টারে হত তিন জঙ্গি , অন্যদিকে বারামুলায় গাড়ি ভর্তি অস্ত্র উদ্ধার

সাতসকালে শ্রীনগরে গুলির লড়াইয়ে এনকাউন্টারে হত তিন জঙ্গি , অন্যদিকে বারামুলায় গাড়ি ভর্তি অস্ত্র উদ্ধার

বুধবার রাতে জম্মু-কাশ্মীরের বারামুলায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গোলাবারুদ উদ্ধার করল বাহিনী। গ্রেফতার করা হয়েছে দু-জনকে। ধৃতরা লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত বলে জানা গেছে ।

অন্যদিকে শ্রীনগরের বাটামালুতে ফিরদৌসবাদে ভোররাতে নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রাণ হারাল তিন জঙ্গি। এখনও চলছে এনকাউন্টার বলে জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ। চলছে এই সংঘর্ষ।

পুলিশ সূত্রে জানা গেছে, বাটামালুতে রাত আড়াইটে নাগাদ চিরুনি তল্লাশি শুরু হয়। বেগতিক দেখে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। পুলিশ ও CRPF যৌথ অপারেশনে তিন জঙ্গি খতম হয়েছে।

বুধবার বেলার দিকে একটি সাদা রঙের মারুতির চালকের ভাবগতিক দেখে সন্দেহজনক মনে হয় যৌথ বাহিনীর। বারামুলার সিংহপোরা ক্রসিংয়ে, যৌথ চেকপোস্টে পতাকা দেখিয়ে গাড়িটিকে থামতে বলা হয়।

মারুতিতে তল্লাশি চালিয়ে দু’টি গ্রেনেড, একে-৪৭ এর ১০০ রাউন্ড গুলি, নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার দু’টি লেটার প্যাড পায় যৌথ বাহিনী। গ্রেফতার করা হয় মারুতিতে থাকা দুই ব্যক্তিকে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।