24/09/2020

করোনা মোকাবিলার মধ্যেই ফের সীমান্তে গোলাগুলি পাকিস্তানের

করোনা মোকাবিলার মধ্যেই ফের সীমান্তে গোলাগুলি পাকিস্তানের

সোমবারও নিয়ন্ত্রণরেখা বরাবর মানেকোট সেক্টরে হামলা চালায় পাক সেনা। গত শুক্রবার সুন্দরবনি-নওসেরা সেক্টরে পাক গোলাগুলিতে আহত হন ছয়জন নিরাপত্তা কর্মী। এই বছর ১ জানুয়রি থেকে পরের মাসের ২৩ তারিখের মধ্যে ৬৪৬টি সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটে।

মঙ্গলবার ফের সীমান্তে গোলাগুলি চালায় পাক বাহিনী। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় মঙ্গলবার সকাল ৭.৪৫ মিনিট নাগাদ সীমান্তের ওপার থেকে গোলাগুলি উড়ে আসে। এই নিয়ে নিয়ন্ত্রণরেখায় টানা দু-দিন ধরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে ইমরান খানের দেশ। এপার থেকে কোনওরকম উসকানি ছাড়াই পাকিস্তান গোলাগুলি চালায় বলে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে।

মর্টার ও ছোট আগ্নেয়াস্ত্রের দ্বারা হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে পুঞ্চ জেলার মানকোট সেক্টরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র। এই হামলার যথোপযুক্ত উত্তর ভারতীয় সেনা দিয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply