অ্যাডমিট কার্ডের দিন ঘোষণা হল JEE Main 2020 ও NEET 2020 পরীক্ষার

অ্যাডমিট কার্ডের দিন ঘোষণা হল JEE Main 2020 ও NEET 2020 পরীক্ষার

পরীক্ষার দিন আগেই ঘোষণা হয়েছিল । এবার Joint Entrance Examination Main ও National Eligibility cum Entrance Test এর অ্যাডমিট কার্ড প্রকাশের দিন ঘোষণা করল National Testing Agency (NTA)। সেই সঙ্গে দু’টি পরীক্ষার সময়সূচিও জানানো হয়েছে।
অ্যাডমিট কার্ডের দিন ঘোষণা হল JEE Main 2020 ও NEET 2020 পরীক্ষার
জানানো হয়েছে, NEET পরীক্ষার ১৫ দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। NEET পরীক্ষা গোটা দেশেই ২৬ জুলাই দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তাই আশা করা হচ্ছে, অ্যাডমিট কার্ড ১১ জুলাই বা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে পাবেন পরীক্ষার্থীরা।

JEE Main 2020, পরীক্ষা ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত দুটি শিফটে অনুষ্ঠিত হবে। সকাল, অর্থাৎ মর্নিং সেশন-এ পরীক্ষা হবে সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর বিকেলের শিফটে পরীক্ষা হবে বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নিয়মানুসারে জুলাইয়ের প্রথম সপ্তাহে অর্থাৎ মোটামুটি ৩ রা জুলাই থেকে অ্যাডমিট কার্ড হাতে পাবেন পরীক্ষার্থীরা।