02/09/2020

পিছিয়ে গেল JEE এবং NEET , নয়া সূচী ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার

পিছিয়ে গেল JEE এবং NEET , নয়া সূচী ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার

পিছিয়ে গেল JEE ও NEET. নয়া সূচী ঘোষণা করেছেন কেন্দ্রীয় মানবসম্পদ ও বিকাশ দফতরের মন্ত্রী রমেশ পোখরিয়াল।

JEE Main পরীক্ষা হবে ১-৬ সেপ্টেম্বরের মধ্যে। JEE Advanced পরীক্ষাটি হবে ২৭ সেপ্টেম্বর। অন্যদিকে NEET পরীক্ষাট হবে ১৩ সেপ্টেম্বর বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

রমেশ পোখরিয়াল জানান যে পড়ুয়াদের কথা মাথায় রেখে ও তাদের ভালো শিক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দুটি পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ে সিদ্ধান্তের জন্য একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছিলেন রমেশ পোখরিয়াল।


সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ ও বিকাশ দফতরের মন্ত্রী । এখন পরীক্ষা নেওয়া সম্ভব কিনা, সেটা খতিয়ে দেখতে বলা হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ডিরেক্টর জেনারেল বিনীত যোশীর নেতৃত্বাধীন কমিটিকে।

JEE Main পরীক্ষা হওয়ার কথা ছিল জুলাইয়ের ১৮-২৩-এর মধ্যে নিট পরীক্ষা হওয়ার কথা ছিল জুলাইয়ের ২৬ তারিখ কিন্তু যেভাবে সারা দেশেই করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে, তাতে এখন পরীক্ষা দিতে ইচ্ছুক ছিলেন না অনেক ছাত্রছাত্রী।

এই খবরটি মিস করলেন না তো ?