15/10/2020

Jio-তে লগ্নি Google এর, 5G ট্রায়াল থেকে শুরু করে সস্তায় 5G স্মার্টফোন বানাবে Google-Jio

Jio-তে লগ্নি Google এর, 5G ট্রায়াল থেকে শুরু করে সস্তায় 5G স্মার্টফোন বানাবে Google-Jio

বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভায় বড় ঘোষণা জিও র কর্ণধার মুকেশ আম্বানির৷ মুকেশ আম্বানি বলেন, সম্পূর্ণ 5G পরীক্ষা প্ল্যান তৈরি করে ফেলেছে জিও৷ সরকার স্পেকট্রাম দিলেই আগামী বছর মেড ইন ইন্ডিয়া 5G লঞ্চ করবে জিও৷
Jio-তে লগ্নি Google এর, 5G ট্রায়াল থেকে শুরু করে সস্তায় 5G স্মার্টফোন বানাবে Google-Jio
বিগত কয়েক মাসে বেশ কিছু সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মুকেশ আম্বানির জিও । এবার বিশ্বের অন্যতম সেরা তথ্যপ্রযুক্তি সংস্থা গুগলকে পাশে পেল । জিও-তে ৭.৭ শতাংশ অংশীদারিত্ব নেবে গুগল। এর জন্য তারা দেবে ৩৩,৭৩৭ কোটি টাকা।

গত তিন মাসে ফেসবুক সহ প্রায় ১২টি ইনভেস্টর জিও-তে টাকা ঢেলেছে। মোট ২.১২ লক্ষ কোটি টাকা এইভাবে তুলেছে রিলায়েন্স জিও।


মুকেশ আম্বানি বলেন ,যে গত অর্থবর্ষে রিলায়েন্সের ধার ছিল ১.৬১ লক্ষ কোটি টাকা। এই টাকা ওঠানোর পর রিলায়েন্সের বাজারে আর কোনও দেনা থাকল না ।

Google এবং জিও যৌথ ভাবে সস্তায় 5G স্মার্টফোন তৈরি করবে৷ মুকেশ আম্বানির কথায়, ‘এখনও পর্যন্ত ১০ কোটি জিও ফোন বিক্রি হয়েছে ।

এদিনের বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি জানান, RIL দেশের মধ্যে সবচেয়ে বেশি জিএসটি ও ভ্যাট দিয়ে থাকে যার মূল্য প্রায় ৬৯৩৭২ কোটি ৷ শুধ তাই নয়, গত বার RIL এল প্রায় ৮ হাজার কোটির বেশি আয়কর দিয়েছে ৷