24/09/2020

অন্যের রিচার্জ করলেই মিলবে কমিশন !

অন্যের রিচার্জ করলেই মিলবে কমিশন !

লকডাউনের সময় অন্য গ্রাহকের Jio নম্বর রিচার্জ করে দিলে কমিশন পাওয়া যাবে।

✓ JioPOS Lite অ্যাপে রেজিস্টার করে রিচার্জ শুরু করা যাবে। এই জন্য কোন নথি জমা দিতে হবে না।

✓ MyJio অ্যাপ অথবা Jio ওয়েবসাইট থেকে রিচার্জ করলে কোন কমিশন পাওয়া যাবে না।
✓ JioPOS Lite থেকে রিচার্জ করলেই মিলবে কমিশন।

✓ JioPOS Lite ইন্সটল করার পরে নিজেকে Jio Partner রেজিস্টার করতে হবে ।

✓ JioPOS Lite অ্যাপ থেকে যে কোন নম্বর রিচার্জ করলে 4.16 শতাংশ কমিশন পাওয়া যাবে।

✓ অ্যাপের মধ্যে রয়েছে একটি পাসবই। সেখানে বিগত 20 দিনের রিচার্জের ইতিহাস দেখে নেওয়া যাবে।

✓ JioPOS Lite ইন্সটল করার পরে নিজেকে Jio Partner রেজিস্টার করতে হবে।

✓ Jio নম্বর ছাড়া Jio Partner রেজিস্টার করা যাবে না।

✓ রেজিস্ট্রেশন শেষ হলে ওয়ালেট রিচার্জ করে রিচার্জ শুরু করা যাবে। 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা টপ আপ করে ওয়ালেটে নেওয়া যাবে।

✓ প্রত্যেক 100 টাকা খরচ করলে 4.166 টাকা অ্যাকাউন্টে যোগ হবে। যা দিয়ে আবার রিচার্জ করা যাবে।

AAP Download Link

Leave a Reply