06/10/2020

আবার গুগল প্লে স্টোর থেকে সরানো হল বেশ কিছু অ্যাপ, ফোনে থাকলে এখনই ডিলিট করুন

আবার গুগল প্লে স্টোর থেকে সরানো হল বেশ কিছু অ্যাপ, ফোনে থাকলে এখনই ডিলিট করুন

গত জুলাই মাস থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত Google Play Store থেকে ১৭টি অ্যাপকে ডিলিট করা হয়েছে। যেখানে ম্যালওয়্যারের উপস্থিত ছিল।

আসলে এই ম্যালওয়্যারটি হল ফ্লিসওয়্যার। এটি গ্রাহকদের SMS ক্লোন করে প্রিমিয়াম সার্ভিসে সাবস্ক্রাইব করিয়ে দেয়। আক্রান্ত ব্যক্তি বুঝতেও পারেন না। SMS জালিয়াতি করার জন্যেই এই ম্যালওয়্যার তৈরী।

২০১৭ সালে ব্রেড নাম নিয়ে এই ম্যালওয়্যারের প্রথম খোঁজ পায় গুগল। এখন সেটা জোকার নাম নিয়ে এখনও গ্রাহকদের টাকা হাতানোর চেষ্টা করছে। Joker নামক এক নতুন ম্যালওয়্যারের সন্ধান পেয়েছিল Check Point এর রিসার্চাররা । গুগল প্লে স্টোর থেকে অ্যাপগুলি ব্যান হয়ে যাওয়া একটি বড় পদক্ষেপ।

এই ১৭টি অ্যাপকে সম্প্রতি সময়ে প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল

✓ com.relax.relaxation.androidsms

✓ com.file.recovefiles

✓ com.training.memorygame

✓ Fingertip GameBox

✓ Push Message- Texting & SMS

✓ Emoji Wallpaper

✓ Safety AppLock

✓ com.LPlocker.lockapps

✓ com.cheery.message.sendsms

✓ com.hmvoice.friendsms

✓ com.contact.withme.texts

✓ com.peason.lovinglovemessage

✓ com.remindme.alram

✓ Convenient Scanner 2

✓ Separate Doc Scanner