26/09/2020

লকডাউনের পর পরীক্ষামূলকভাবে আজ থেকে পথচলা শুরু হচ্ছে কলকাতা মেট্রোর

লকডাউনের পর পরীক্ষামূলকভাবে আজ থেকে পথচলা শুরু হচ্ছে কলকাতা মেট্রোর

আজ থেকে ফের ছুটবে কলকাতা মেট্রো। তবে পরীক্ষামূলকভাবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রেল লাইন, সিগন্যালিং ব্যবস্থা ও রেক সচল রাখতে পরীক্ষামূলকভাবে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
kolkata Metro News
লকডাউন শুরু হওয়ার পর সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কলকাতা মেট্রো চলাচল। বৃহস্পতিবার থেকে ফের শুরু হবে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল। তবে থাকবে না কোনও যাত্রী। থাকবেন শুধু মেট্রো রেলের কর্মীরা।

নিয়ম মেনে প্রতিটি স্টেশনে থামবে ট্রেন। মেট্রো রেলের কর্মীরা স্টেশনে নেমে দেখবেন যে সব যন্ত্রপাতি ঠিকঠাক চলছে কি না। এর পর কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেই যাত্রীদের জন্য শুরু হবে মেট্রো পরিষেবা।

কলকাতা মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, ‘দুমাস ধরে ট্রেন চলে না। তাই সব যন্ত্রপাতি কী অবস্থায় রয়েছে তা একবার দেখে নেওয়া দরকার।’

কেন্দ্রীয় সরকার থেকে ট্রেন চালানোর অনুমতি না মিললেও যাত্রীদের জন্য ইতিমধ্যে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কড়া বিধি ঘোষণা করেছে মেট্রো।

✓ মেট্রো স্টেশনে ঢুকতে গেলে মাস্ক মাস্ট।
✓ সঙ্গে মানতে হবে সোশ্যাল ডিসট্যাংসিংয়ের বিধি।
✓ কেউ মেট্রো স্টেশনে থুতু ফেললে তার রক্ষে নেই।
✓ এছাড়া যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে কমনো হবে টিকিট কাউন্টার।
✓ ৫ বা ১০ টাকা দিয়ে আর টোকেন নয়, তার বদলে ১০০ টাকা দিয়ে গোটা মাসের জন্য স্মার্ট কার্ড কেটে তবেই মেট্রোয় উঠতে পারবেন যাত্রীরা।
✓ মেট্রোরেলের টোকেন যাতে সংক্রমণের কারণ না হয়, তার জন্যই এমনই সিদ্ধান্ত।