26/10/2020

এসে গেল iPhone SE (2020) জেনে নিন সব তথ্য

এসে গেল iPhone SE (2020) জেনে নিন সব তথ্য

Apple iPhone SE 2020 এল বাজারে- অবিশ্বাস্য কম দামে পেয়ে যান নয়া মডেল । দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে এল নতুন আইফোন। করোনা মহামারীর জেরে স্মার্টফোনের বাজার পুরো ডাউন। তার সঙ্গে সঙ্গতি রেখেই স্বাভাবিকের চেয়ে অনেক সস্তায় এই ফোন বাজারে লঞ্চ করল অ্যাপেল।
iphone se 2020
iPhone SE (2020) স্পেসিফিকেশন

✓ HD IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেতে সর্বোচ্চ 625 nits ব্রাইটনেস পাওয়া যাবে।
✓ ফোনের ভিতরে রয়েছে A13 বায়োনিক চিপ।
✓ iPhone SE (2020)-র ওজন 148 গ্রাম।
✓ iPhone SE (2020)-তে থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। থাকছে 60fps 4K রেকর্ডিং। একটি মাত্র ক্যামেরায় iPhone SE (2020)-তে পোট্রেট মোডে ছবি উঠবে।
✓ সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে 7 মেগাপিক্সেল ক্যামেরা।
✓ iOS 13 অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন।
✓ এটিতে পাওয়া যাবে 64GB, 128GB ও 256GB স্টোরেজ ।
✓ মার্কিন যুক্তরাষ্ট্রে 64GB স্টোরেজে iPhone SE (2020) কিনতে 399 মার্কিন ডলার (প্রায় 30,600 টাকা) খরচ হবে।
✓ 128GB ও 256GB স্টোরেজে এই ফোন কিনতে 499 মার্কিন ডলার (প্রায় 38,200 টাকা) ।
✓ 256 GB স্টোরেজে এই ফোন কিনতে 549 মার্কিন ডলার (প্রায় 45,000 টাকা) খরচ হবে।

✓ 24 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হবে নতুন iPhone। কালো, সাদা ও লাল রঙে পাওয়া যাবে iPhone SE (2020)।