25/09/2020

লক ডাউন কোন সমস্যার সমাধান নয় বললেন রাহুল

লক ডাউন কোন সমস্যার সমাধান নয় বললেন রাহুল

ভিডিয়ো কনফারেন্সে রাহুল বলেন, ‘আমরা গুরুতর পরিস্থিতিতে আছি। দেশবাসী ও (সকল) দলকে একসঙ্গে কাজ করতে হবে।’ রাহুল জানান, দেশকে তালাবন্ধ করে করোনার থাবা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। তিনি বলেন, ‘আমি দেশে-বিদেশের অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছি। সরকারের বাইরের (ব্যক্তিদের) সঙ্গে কথা বলেছি। যে পরিস্থিতি চলছে, তা নিয়ে তাঁদের বেশি জ্ঞান আছে। আমাদের বুঝতে হবে, কোনওভাবেই করোনাভাইরাস সমস্যার সমাধান নয় লকডাউন। লকডাউন হল থামিয়ে (pause) দেওয়ার বোতাম। আমরা যখন লকডাউনের বাইরে বেরিয়ে যাব, তখন ভাইরাস আবার নিজের কাজ শুরু করবে। তাই আমাদের কৌশল প্রয়োজন।’
Rahul Gandhi
লকডাউনকে ভোঁতা অস্ত্রের সঙ্গেও তুলনা করেন রাহুল। বলেন, ‘আমার মূল পরামর্শ যে এরকম ভোঁতা অস্ত্র ব্যবহার করা উচিত নয়। আমাদের কৌশলগত ভাবে কাজ করতে হবে। লকডাউন সমস্যা মেটায়নি। এটা শুধু সমস্যাটা পিছিয়ে দিয়েছে।’

করোনা মোকাবিলায় দেশের কী কৌশল হওয়া উচিত, তাও বাতলে দেন রাহুল। তিনি বলেন, ‘করোনার বিরুদ্ধে সবথেকে বড় অস্ত্র হল পরীক্ষা আর পরীক্ষা। তা এমন একটা পর্যায়ে যে আপনি জানেন ভাইরাস কোথায় যাচ্ছে ও আপনি সেটিকে আলাদা করতে পারবেন, টার্গেট করতে পারবেন ও লড়াই করতে পারবেন।’

রাহুলের মতে, বর্তমানে দেশে লাগাতার নমুনা পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পরীক্ষাকে কৌশলগতভাবে ব্য়বহার করতে হবে। যা রাজ্যেগুলিকে সাহায্য করবে। কংগ্রেস সাংসদের কথায়, ‘শুধু আক্রান্তদের হদিশ পাওয়ার জন্য নয়, এটিকে (নমুনা পরীক্ষার ফলাফল) মানচিত্র তৈরির কাজে ব্যবহার করা হোক। যাতে ভাইরাসের গতিবিধি বোঝা যায়।’