25/09/2020

লকডাউন কি আরও বাড়বে ? সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

লকডাউন কি আরও বাড়বে ? সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সোমবার অর্থাৎ আগামিকাল সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

করোনা পরিস্থিতির পর্যালোচনা, কোন পথে এবার মোকাবিলা, লকডাউনের মেয়াদ ও সমাধান সহ একাধিক বিষয়ে আলোচনা হতে চলেছে বলে সূত্রের খবর ৷ সোমবার সকালেই হতে চলেছে এই ভিডিও কনফারেন্স ৷

৩ মে’ পর্যন্ত, দেশজুড়ে টানা ৪০ দিনের লকডাউন। কিন্তু, তারপর কী? ৩ মে’র পরেও লকডাউন চলবে। দেশজুড়ে পুরোপুরি লকডাউন উঠবে না। প্রধানমন্ত্রীর মন কি বাতে মিলল তেমনই ইঙ্গিত।

তবে দেশজুড়ে লকডাউন চলানোর পক্ষে নয় কেন্দ্র ৷ গ্রিন জোনগুলিতে কিছু কিছু নিয়ম শিথিল করা হতে পারে ৷ ২০ এপ্রিল বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।

সম্প্রতি, ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বিভিন্ন দোকান খোলারও অনুমতি দেওয়া হয় । এই প্রেক্ষাপটেই সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী। ধাপে ধাপে কীভাবে লকডাউন থেকে বেরিয়ে আসা যায় তার কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হবে।