01/10/2020

বাড়িতে মৃদু করোনার চিকিৎসার একগুচ্ছ নির্দেশিকা জারি করল কেন্দ্র

বাড়িতে মৃদু করোনার চিকিৎসার একগুচ্ছ নির্দেশিকা জারি করল কেন্দ্র

কেন্দ্রের নির্দেশিকায় বলা হইছে, কেউ করোনায় আক্রান্ত হলেই তাঁকে আর হাসপাতালে ভর্তি হতে হবে না। চাইলে তিনি বাড়িতে থেকেও চিকিৎসা নিতে পারেন।

সেক্ষেত্রে তাঁকে সর্বক্ষণ দেখভালের জন্য একজন ব্যক্তি থাকা বাধ্যতামূলক। বাড়িতে করোনার চিকিৎসা নিতে গেলে মানতে হবে একগুচ্ছ বিধিনিয়ম।

✓ রোগীর উপসর্গ খুব সামান্য বা উপসর্গ নেই বলে ঘোষণা করতে হবে কোনও স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসককে। তবেই তাঁরা হোম আইসোলেশনে থাকতে পারবেন। তবে সঙ্গে আক্রান্তের গোটা পরিবারকে আইসোলেশনে থাকতে হবে।

✓ করোনা রোগীর দেখভালের জন্য সারাক্ষণ একজন ব্যক্তিকে থাকতে হবে। তিনিই স্বাস্থ্য দফতরের সঙ্গে যাবতীয় যোগাযোগ রাখবেন।

✓ যে ব্যক্তি রোগীর দেখভালের দায়িত্বে রয়েছেন তিনি ও রোগীর সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে হাইড্রক্সিক্লোরোকুইন খেতে হবে।

✓ রোগীর ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে সর্বক্ষণ ডেটা ও ব্লু টুথ অন রাখতে হবে।

✓ রোগীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়মিত জানাতে হবে।

✓ রোগী যে স্বেচ্ছায় হোম আইসোলেশনে থাকছেন তা লিখিত ভাবে জানাতে হবে।

জানানো হয়েছে, দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিকেও অত্যন্ত সতর্ক থাকতে হবে।

শ্বাসকষ্ট, বুকে ব্যথা, মানসিক চাপ বা অবসাদ ও ঠোঁট বা মুখের রং বদলাতে দেখতেই স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

কোনও রোগী হোম আইসোলেশনে থাকাকালীন তাঁর উপসর্গের মাত্রা বৃদ্ধি পেলে তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করবেন স্বাস্থ্যকর্মীরা।