22/09/2020

৬৪তম মন কি বাত অনুষ্ঠানে কি বললেন প্রধানমন্ত্রী দেখুন এক নজরে

৬৪তম মন কি বাত অনুষ্ঠানে কি বললেন প্রধানমন্ত্রী দেখুন এক নজরে

এদিনের সম্প্রচার ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৬৪তম। কোভিড-১৯ সংক্রমণের কারণে দেশের পরিস্থিতির ওপরই বেশি মনোনিবেশ করেছেন মোদি।
Maan ki baat today 31 may 2020
✓ ‘করোনার বিরুদ্ধে লড়াই চলছে জোরদার লড়াই। আগের থেকে পরিস্থিতির উন্নতি।’

✓ ‘অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুর হার কম। যা মৃত্যু হয়েছে, তার জন্য আমরা দুঃখিত।’

✓ ‘প্রত্যেক দেশবাসী একত্রে লড়ছেন। দেশবাসীর সঙ্কল্প শক্তি আর সেবা শক্তি কাজে দিয়েছে।’

✓ ‘এই পরিস্থিতিতে আরও বেশি সাবধান হওয়া দরকার। সেবায় নিজেদের নিয়োজিত করেছেন অসংখ্য মানুষ।’

✓ ‘বহু মানুষ নমো অ্যাপের মাধ্যমে অনেক কিছু জানাচ্ছেন। সঙ্কটের সময় দেশবাসীর উদ্ভাবনী শক্তির প্রশংসা প্রাপ্য।’

✓ ‘ধীরে ধীরে অর্থনীতি ফিরছে ছন্দে। দিনরাত কাজ করছেন রেল কর্মচারীরা। এই রেল কর্মচারীরাও করোনা যোদ্ধাদের সামনের সারিতে। গরিব-শ্রমিকদের উপর আঘাত সবচেয়ে বেশি। ’

✓ ‘পূর্ব ভারতের উন্নতিতে সবচেয়ে জোর। নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ।’

✓ ‘জেলা-রাজ্য-দেশকে আত্মনির্ভর করতে হবে। এই আত্মনির্ভরতা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে।’

✓ ‘দেশীয় দ্রব্যের ব্যবহার বাড়ছে। বিদেশ থেকে রফতানির পরিমাণ কমছে।’

✓ ‘বিদেশের নেতারা আয়ুর্বেদ আর যোগ নিয়ে প্রশ্ন করছেন। বিদেশের মাটিতে এসবের জনপ্রিয়তা বাড়ছে। বিদেশ থেকে অনলাইন যোগ শেখার প্রবণতা বাড়ছে।’

✓ ‘আয়ুশ মন্ত্রালয় যোগ নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে। তিন মিনিটের ভিডিওতে আসন করে, এর উপকারিতা বলুন। সবাইকে এই প্রতিযোগিতায় অংশ নিতে অনুরোধ করছি।’

✓ ‘আয়ুষ্মান ভারত প্রকল্পে ১ কোটি পরিবার উপকৃত হয়েছে। এর ফলে দেশবাসীর ১৪ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে।’

✓ ‘আমপানে ক্ষতিগ্রস্ত বাংলা-ওড়িশার অবস্থা দেখেছি। যে সাহসের সঙ্গে ঝড়ের মোকাবিলা হয়েছে, তা প্রশংসনীয়। ‘গোটা দেশ তাঁদের পাশে আছে।’

✓ ‘দেশের বড় অংশ পঙ্গপালের হানায় বিপর্যস্ত। সবাই মিলে একজোট হয়ে কৃষির ক্ষতি সামলে নেব। কৃষকদের আমরা সাহায্য করছি।’

✓ ‘করোনার ফলে দূষণ কমেছে। আমাদের বৃষ্টির জল ধরে রাখতে হবে। সাবেকি জল সংরক্ষণের উপায় গ্রহণ করতে হবে। চলতি বছরে জল সংরক্ষণ হোক সবচেয়ে জরুরি।’

✓ ‘বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতির সেবা করুন, গাছ লাগান। গরম বাড়ছে, পাখিদের জন্য পাত্রে জল ভরে রাখুন।’

✓ ‘করোনার বিরুদ্ধে লড়াই এখনও অসম্ভব গুরুত্বপূর্ণ। ২ গজের পারস্পরিক ব্যবধান, মাস্ক এখনও গুরুত্বপূর্ণ।’

এই লকডাউনের সময়ে গরিব, পরিযায়ী ও দুর্গতদের সাহায্য করার আহ্বান জানান তিনি।