25/09/2020

মধ্যপ্রদেশের ইন্দোরে স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, করা হল ব্যাপক মারধর

মধ্যপ্রদেশের ইন্দোরে স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, করা হল ব্যাপক মারধর

মধ্যপ্রদেশের ইন্দোরে স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, করা হল ব্যাপক মারধর ।
এলাকায় করোনা সংক্রমণ ছড়িয়েছে কিনা তা খতিয়ে দেখতে গেলে এবার স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের উপর চড়াও হলেন স্থানীয়রা।
এই নিন্দনীয় ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। জানা গেছে, সেখানকার তাতপট্টি বাখাল এলাকায় COVID-19 এর স্ক্রিনিংয়ের জন্যে স্বাস্থ্য বিভাগের একটি দল পৌঁছলে তাঁদের উপর হামলা করেন স্থানীয় মানুষজন।

প্রাথমিকভাবে ঘটনা সম্পর্কে যা জানতে পারা গেছে তা হল, এমনিতেই লকডাউনের কারণে এলাকার মানুষজন ক’দিন ধরেই ফুঁসছিলেন। এরই মধ্যে স্বাস্থ্যকর্মীরা এলাকায় সংক্রমণ পরীক্ষা করতে যাওয়ায় যত রাগ গিয়ে পড়ে তাঁদের উপর। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের লক্ষ্য করে রীতিমতো পাথর ছুঁড়তে থাকেন তাঁরা ।

পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাথরের ঘায়ে আহত হয়েছেন দুই চিকিৎসকও। এর আগে সোমবার ইন্দোরেরই রানিপুরা এলাকাতেও কোভিড সংক্রমণের তদন্তে নিযুক্ত দলটিকে আক্রমণ করা হয়। স্থানীয় লোকজন তাঁদের লক্ষ্য করে অকথ্য ভাষায় গালি দেয় ও থুথু ছেটায় বলে অভিযোগ।


ইতিমধ্যেই ওই হামলার ঘটনায় যাঁরা জড়িত তাঁদের মধ্যে একজনকে পাকড়াও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে জেলে পোরা হবে। পাশাপাশি ইন্দোরের ডিআইজি জানিয়েছেন যে, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় শহরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে।

Leave a Reply