রাজ্যটা আপনার জমিদারি নয়, মামতাকে পালটা চিঠি রাজ্যপালের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির প্রাথমিক জবাব তিনি পাঠিয়ে দিয়েছেন বলে জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার রাতে টুইটে সেকথা জানান তিনি।
সঙ্গে জানিয়েছেন, শুক্রবার বেলা ১১টায় রাজভবনে সংবাদমাধ্যমের সামনে বাকি কথা বলবেন তিনি। করোনা সংক্রমণ সংক্রান্ত সতকর্তা মাথায় রেখে সেই আয়োজন করা হচ্ছে।
এদিন তাঁর জবাবে রাজ্যপাল লিখেছেন, ‘আপনি সাংবিধানিক ভাবে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। সংবিধানকে আপনারা অবজ্ঞা করছেন। আমি সংবিধানের আওতায় থেকেই কাজ করব। আপনি রাগের মাথায় চিঠি লিখেছেন। আপনার দৃষ্টিভঙ্গী জানতে পেরে উপকৃত হলাম।’
সঙ্গে রাজ্যপাল লিখেছেন, ‘কেউ সাংবিধানিক পদে থাকলে সে নিজেকে আইন বলে ভাবতে পারে না। সংবিধান তাকে সেই অধিকার দেয়নি। রাজ্য চালানো আর জমিদারি চালানো এক নয়। রাজ্য চালাতে হয় সাংবিধান মেনে।’