26/09/2020

লকডাউনের পক্ষে মমতাও, মুখ্যমন্ত্রী মোদির কাছে পাঁচ জোরালো দাবি করলেন

লকডাউনের পক্ষে মমতাও, মুখ্যমন্ত্রী মোদির কাছে পাঁচ জোরালো দাবি করলেন

শনিবার মিটিয়ের শুরুতেই প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আশ্বাস দেন, করোনা মোকাবিলায় তাঁকে অষ্টপ্রহর যোগাযোগ করা যাবে। একে একে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উধ্বব ঠাকরে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল প্রস্তাব দেন এই লকডাউন চালিয়ে নিয়ে যাওয়ার। পালা আসে বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এর ।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান তিনি লকডাউনের পক্ষে তিনি। কিন্তু মানবিক দিকগুলি খেয়াল রাখতে হবে। মুখ্যমন্ত্রীর কথায়, সমতা রাখতে হবে জীবন ও জীবিকায়।
Mamta Banerjee and Narendra Modi
মুখ্যমন্ত্রীর দাবি গুলি :
১। ট্রেন পরিষেবা চালু করা যাবে না এখনই।
২। অন্তত ২ মাসের বেতন দিতে হবে অসংগঠিত শ্রমিকদের।
৩। পরিযায়ী শ্রমিকদের বিষয়ে মানবিক বিবেচনার পক্ষে সওয়াল করেন তিনি।
৪। আন্তর্জাতিক সীমানাগুলি সিল করে রাখার অনুরোধও করেন মুখ্যমন্ত্রী।
৫। বন্ধ রাখতে হবে বিমান পরিষেবা।

Leave a Reply