আপনি মনোনীত রাজ্যপাল আর আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী : মমতার
করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য – রাজ্যপালের টুইটার যুদ্ধ এবার পৌঁছলো চিঠিতে। বৃহস্পতিবার রাজ্যপালকে পাঁচ পাতার চিঠিতে মুখ্যমন্ত্রী চরম ক্ষোভ উগরে দিয়েছেন। সঙ্গে লিখেছেন, ‘আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী, আর আপনি মনোনীত রাজ্যপাল।’
চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যপাল যে ভাষায় চিঠি লিখছেন তা মুখ্যমন্ত্রী, তাঁর দফতর ও মন্ত্রিসভার জন্য অসম্মানজনক। অসাংবিধানিক শব্দ প্রয়োগ করছেন রাজ্যপাল।
রাজ্যপাল জগদীপ ধনখড়ের একটি এসএমএসের বয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনার এসএমএস পড়ে মনে হচ্ছে আমি রাজ্যপালের উদ্দেশে অবমাননাকর কিছু লিখেছি। কিন্তু বাস্তবটা তার সম্পূর্ণ বিপরীত।’
চিঠিতে মমতা লিখেছেন, ‘মনে রাখবেন, আমি ভারতের একটি গর্বিত রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী। আর আপনি মনোনীত রাজ্যপাল।’
পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বে আসার পর থেকে জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্যের সম্পর্ক কোনও কালেই ভাল নয়।
নিয়মিত নানা বিষয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত লেগেই থাকে। সম্প্রতি করোনা মোকাবিলা ও রেশন দুর্নীতি নিয়ে রাজ্যের পদক্ষেপের সমালোচনা করে টুইটারে নানা পরামর্শ দেন রাজ্যপাল।
এই নিয়ে বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। তার পরই এদিনের চিঠি।