05/10/2020

রাজ্য-UGC সংঘাত তুঙ্গে,সেপ্টেম্বরের মধ্যে ফাইনাল টার্ম পরীক্ষা নেবেন না, মোদীকে চিঠি মমতার

রাজ্য-UGC সংঘাত তুঙ্গে,সেপ্টেম্বরের মধ্যে ফাইনাল টার্ম পরীক্ষা নেবেন না, মোদীকে চিঠি মমতার

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে UGC-রাজ্য সংঘাত ফের চরমে উঠল। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
Mamata modi Image
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষ বা সেমেস্টারের পরীক্ষা নেওয়ার নির্দেশিকা প্রত্যাহার করা হোক।

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (UGC) তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পড়ুয়া এবং শিক্ষক মহলের অনেক ইমেল পাচ্ছি। সেজন্য বিষয়টি আপনার কার্যালয়ের নজরে নিয়ে যেতে বাধ্য হয়েছি।’

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, “আমরা বিশ্ববিদ্যালয়গুলিতে নির্দেশিকা পাঠিয়েছি, এরপর তাঁরা যা বলবেন সেই মতোই পদক্ষেপ করা হবে।”

গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিষদ সিদ্ধান্ত নেয় যে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই ফলাফল প্রকাশ করা হবে। এই পরিস্থিতিতে নতুন করে কোনও পরীক্ষাই নেওয়া আর সম্ভব নয় । এরপর আজ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মমতা।