25/09/2020

ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক এলেই কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাবে বিহার!

ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক এলেই কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাবে বিহার!

কলকাতা ও দেশের বেশ কিছু শহর থেকে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে এলেই আর ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিহার।
ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক এলেই কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাবে বিহার!
আজ নতুন নির্দেশিকা প্রকাশ একেবারে তাদের কোয়ারেন্টাই সেন্টারে ঢুকিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত পরিযায়ীদের যাতায়াতের ওপর নিয়ম শিথিল করার পরেই হুহু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে। তার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক এলেই কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাবে বিহার!
ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক এলেই কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাবে বিহার!

ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট জানিয়েছে যে সুরাট, মুম্বই, পুনে, গাজিয়াবাদ, ফরিদাবাদ, নয়দা, কলকাতা, গুরুগ্রাম ও বেঙ্গালুরু থেকে পরিযায়ীরা এলেই তাদের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে।

অন্য জায়গা থেকে যারা আসবেন, তাদের শরীরে কোনও কোভিডের চিহ্ন না থাকলে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।