29/10/2020

শ্রমিক স্পেশ্যাল ট্রেনে কাটতে হবে না টিকিট , পুরো ভাড়া মেটাবে পশ্চিমবঙ্গ সরকার

শ্রমিক স্পেশ্যাল ট্রেনে কাটতে হবে না টিকিট , পুরো ভাড়া মেটাবে পশ্চিমবঙ্গ সরকার

ভিনরাজ্য থেকে প্রবাসী শ্রমিকদের নিয়ে পশ্চিমবঙ্গে আসা সমস্ত ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেনের সব ভাড়া চোকাবে রাজ্য সরকার। শনিবার রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদবকে চিঠি দিয়ে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শ্রমিক স্পেশ্যাল ট্রেনে কাটতে হবে না টিকিট , পুরো ভাড়া মেটাবে পশ্চিমবঙ্গ সরকার
এদিন চিঠিতে মমতা লেখেন, ‘আমি আপনাকে নিশ্চিত করে বলছি, দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকদের নিয়ে পশ্চিমবঙ্গগামী সমস্ত ট্রেনের পুরো ভাড়া মেটাবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গগামী কোনও ট্রেনের যাত্রীদের থেকে কোনও ভাড়া না নেওয়ার জন্য আবেদন করা হচ্ছে।’
wb News
টুইটে মমতা লিখেছেন, ‘প্রবাসী শ্রমিকরা যে কষ্ট সহ্য করেছে তাঁকে সেলাম করি। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসা সমস্ত স্পেশ্যাল ট্রেনের পুরো ভাড়া বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। কোনও যাত্রীকে এক পয়সাও ভাড়া দিতে হবে না।’

ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরানো নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। বিরোধীদের অভিযোগ, প্রায় দেড় মাস লকডাউনের পর বিশেষ ট্রেনে করে যখন সমস্ত শ্রমিকদের ঘরে ফেরার অনুমতি দিচ্ছে দেশের বিভিন্ন রাজ্য তখন চুপ করে বসে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার।