29/09/2020

বাবার শেষকৃত্তে পৌঁছাতে পারলেন না অভিনেতা মিঠুন চক্রবর্তী , থেকে গেলেন বেঙ্গালুরুতে

বাবার শেষকৃত্তে পৌঁছাতে পারলেন না অভিনেতা মিঠুন চক্রবর্তী , থেকে গেলেন বেঙ্গালুরুতে

প্রয়াত অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবা বসন্ত কুমার চক্রবর্তী। বয়স হয়েছিল ৯৫ বছর। বুধবার মুম্বইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন কিডনির সমস্যা-সহ একাধিক ব্যাধিতে ভুগছিলেন।

লকডাউনের কারণে বেঙ্গালুরুতে শ্যুটিংয়ের জন্য এসে আটকে পড়েছেন মিঠুন। বাবার শেষকৃত্যে উপস্থিত থাকতে তিনি মুম্বইয়ের উদ্দেশে রওনা হওয়ার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে।

মুম্বইতে অবশ্য তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে রয়েছেন মিঠুনের ছেলে মহাক্ষয় ওরফে মিমো চক্রবর্তী।

কলকাতা টেলিফোন্স-এর প্রাক্তন কর্মী বসন্তকুমার ও তাঁর স্ত্রী শান্তিময়ীর এক ছেলে ও তিন মেয়ে। প্রথম সন্তান গৌরাঙ্গ বলিউডে অভিনয় করতে এসে মিঠুন নামে পরিচিত হন।

১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবিতে অভিনয়ের সূত্রে রুপোলি পর্দায় নায়কের চরিত্রে অবতীর্ণ হন মিঠুন। এই ছবির জন্য তিনি প্রথম বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এর পরে নায়কের ভূমিকায় তাঁকে বহু হিন্দি ও বাংলা ছবিতে দেখা গিয়েছে।