29/10/2020

৩ রা মে পর্যন্ত লক ডাউন থাকা কালীন কী করবেন, সাত পরামর্শ দিলেন মোদী

৩ রা মে পর্যন্ত লক ডাউন থাকা কালীন কী করবেন, সাত পরামর্শ দিলেন মোদী

দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়ল। আগামী ৩ মে পর্যন্ত সারাদেশ তালাবন্ধ থাকবে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় কঠোরভাবে লকডাউনের বিধি মেনে চলার পাশাপাশি সাতটি পরামর্শ দিলেন তিনি।
৩ রা মে পর্যন্ত লক ডাউন থাকা কালীন কী করবেন, সাত পরামর্শ দিলেন মোদী
দেখে নিন মোদীর পরামর্শ –
✓১ । নিজের বাড়ির বয়স্ক মানুষদের খেয়াল রাখুন। যাঁরা আগে থেকে অসুস্থ তাঁদের উপর নজর রাখতে হবে।
✓ ২। লকডাউন ও সামাজিক দূরত্বের বিধি পালন করুন ।
✓ ৩। মাস্ক ব্যবহার করুন।
✓ ৪। নিজের শারীরিক প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আয়ুষ মন্ত্রকের দেওয়া পরামর্শ অবশ্যই মানুন।
✓ ৫। আরোগ্য সেতু অ্যাপটি ডাউনলোড করুন।
✓ ৬। আপনি ব্যবসায়ী হলে কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল হন। তাঁদের চাকরি থেকে বরখাস্ত করবেন না।
✓ ৭। স্বাস্থ্যকর্মী , পুলিস সহ দেশের করোনা যোদ্ধাদের সম্মান করুন।

Leave a Reply