27/09/2020

বিতর্কের জেরে নেটফ্লিক্সের ‘হাসমুখ’,সিরিজ সম্প্রচার বন্ধের দাবিতে হাইকোর্টে মামলা

বিতর্কের জেরে নেটফ্লিক্সের ‘হাসমুখ’,সিরিজ সম্প্রচার বন্ধের দাবিতে হাইকোর্টে মামলা

বিতর্কে বীর দাস অভিনীত নেটফ্লিক্স সিরিজ ‘হাসমুখ’। এই ওয়েব সিরিজের সম্প্রচার বন্ধের দাবিতে দিল্লি হাইকোর্টে দায়ের হল মামলা।

সিরিজের চার নম্বর এপিসোড নিয়ে আপত্তি জানিয়েছে আইনজীবীদের একাংশ। সেই এপিসোড নাকি আইনজীবীদের ভাবমূর্তি নষ্ট করছে,অভিযোগ এমনই।

দিল্লির সর্বোচ্চ আদালতে এই মামলা দায়ের করেছেন আইনজীবী আশুতোষ দুবে। তিনি তাঁর পিটিশনে জানিয়েছেন, সিরিজের চার নম্বর এপিসোজে আইনজীবীদের ‘চোর,বদমাশ,গুন্ডা এবং ধর্ষক বলে চিহ্নিত করা হয়েছে’।

এই পিটিশনে আরও উল্লেখ করা হয়েছে সিরিজে পুলিশ, বিশেষত উত্তর প্রদেশ পুলিশের ভাবমূর্তিকেও ছোট করা হয়েছে। রাজনৈতিক নেতাদেরও খারাপভাবে তুলে ধরা হয়েছে।

সোমবার হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে।