28/09/2020

কোন কোন শর্তে ১লা জুন থেকে ট্রেনে চাপা যাবে এক নজরে দেখে নিন ; বুকিং শুরু আজ থেকে

কোন কোন শর্তে ১লা জুন থেকে ট্রেনে চাপা যাবে এক নজরে দেখে নিন ; বুকিং শুরু আজ থেকে

বুধবার রাতে ভারতীয় রেলের তরফ থেকে জানানো হল যে পয়লা জুন থেকে ১০০ জোড়া ট্রেন চালু করা হবে। অর্থাৎ ২০০টি ট্রেন ( আপ ও ডাউন) চালাবে রেল। এর মধ্যে বেশ কয়েকটি পশ্চিমবঙ্গেও আসবে বলে তালিকায় দেখা যাচ্ছে।
IRCTC online booking 200 Train
প্রাথমিক ভাবে বলা হয়েছিল ১লা জুন থেকে শুধু ২০০টি নন-এসি ট্রেন চালাবে ভারতীয় রেল। কিন্তু সেই সিদ্ধান্ত বদলেছে তারা।
✓ বুকিং শুরু হবে ২১ মে সকাল দশটা থেকে।
✓ সর্বাধিক ৩০ দিন আগে বুকিং করা হবে।
✓ টিকিট বুকিং করতে হবে IRCTC ওয়েবসাইট থেকে ।
✓ বর্তমানে যে বিশেষ ট্রেনগুলি চালাচ্ছে রেল, তাতে সর্বাধিক সাত দিন আগে টিকিট কাটা যায়।
✓ অনলাইনেই পুরো টিকিট কাটতে হবে।
✓ এজেন্টদের দিয়ে টিকিট কাটা চলবে না।
✓ প্ল্যাটফর্ম টিকিট পাওয়া যাবে না ।
✓ তৎকাল টিকিট পাওয়া যাবে না ।
✓ কোনও অসংরক্ষিত কোচ থাকবে না ট্রেনে।
✓ জেনারেলে দ্বিতীয় শ্রেণির টিকিটের ভাড়া দিতে হবে।
✓ সবাইকে বসার জায়গা দেওয়া হবে।
✓ ট্রেনের জেনারেল কোচও সংরক্ষিত হবে।
✓ ওয়েটিং লিস্টের টিকিট হোল্ডারদের ট্রেনে উঠতে দেওয়া হবে না।
✓ তবে আরএসি টিকিট কাটা যাবে।
✓ মাস্ক পরে যাত্রীদের আসতে হবে।
✓ থার্মাল স্ক্রিনিংয়ের জন্য ৯০ মিনিট আগে আসতে হবে।
যেসব ট্রেনগুলি চলবে তার মধ্যে অন্যতম হল জনশতাব্দী, সম্পর্ক ক্রান্তি, দুরন্ত প্রভৃতি।

বর্তমানে ট্রেনে যে সব কোটা আছে, সেগুলি এই ট্রেনগুলিতেও থাকবে। সেই কারণে স্টেশনে রিজার্ভেশন কাউন্টার কয়েকটা খোলা থাকবে, কিন্তু সাধারণ মানুষ সেগুলি ব্যবহার করতে পারবেন না। পয়লা মে থেকে ধাপে ধাপে ট্রেন পরিষেবা চালু করেছে রেল।

200 ট্রেনের তালিকা
200 train list
train 200 list

প্রথমে শ্রমিক ট্রেন ও পরে বিশেষ ট্রেন। এবার পয়লা জুন কার্যত পুরো পরিষেবাই খুলে দিল রেলওয়ে। সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষ সতর্ক ভাবে যাতায়াত করবেন এটাই তাদের আশা।