29/10/2020

কোন দোকান খুলবে, কোনগুলি বন্ধ রাখতে হবে – দেখে নিন কেন্দ্রের নতুন নির্দেশিকা

কোন দোকান খুলবে, কোনগুলি বন্ধ রাখতে হবে – দেখে নিন কেন্দ্রের নতুন নির্দেশিকা

গ্রামীণ এলাকায় ‘শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট’-এ নথিভুক্ত সব দোকান খোলা রাখা যাবে।

সেই তালিকায় রয়েছে আবাসন এবং বাজারের দোকান।
জামাকাপড়ের দোকান খোলা যাবে।
মোবাইল ফোন ও হার্ডওয়্যারের দোকান খোলা যাবে।
পাঠ্যবই ও বৈদ্যুতিন পাখার দোকান খোলা যাবে।

χ বন্ধ থাকবে শপিং মলের সমস্ত দোকান ।
χ বন্ধ থাকবে রেস্তোরাঁ।
χ মদের দোকান খোলা যাবে না।
χ সেলুন ও স্যালোঁ পরিষেবা বন্ধ থাকবে।
χ জিম, পানশালা, স্পোর্টস কমপ্লেক্স, প্রেক্ষাগৃহ ও থিয়েটার ।

সংক্রমিত ও হটস্পট এলাকায় অবশ্য কোনও দোকান খোলা যাবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র।