30/09/2020

1লা এপ্রিল থেকে দাম বাড়াল Xiaomi, Redmi ও Poco ফোনের

1লা এপ্রিল থেকে দাম বাড়াল Xiaomi, Redmi ও Poco ফোনের

1 লা এপ্রিল থেকে স্মার্টফোনে জিএসটি 12 শতাংশ থেকে বেড়ে হয়েছে 18 শতাংশ। ফলে মহার্ঘ্য হচ্ছে স্মার্টফোন। টুইটারে Xiaomi প্রধান মনু কুমার জৈন জানিয়েছেন, এই কারণে বুধবার থেকে Xiaomi, Redmi ও Poco ফোনের দাম বেড়েছে।

টুইটারে জৈন জানিয়েছেন, যে কোন হার্ডওয়্যার প্রোডাক্টে মাত্র 5 শতাংশ লাভ রাখে কোম্পানি। তাই জিএসটি বাড়ার পরে দাম বাড়ানো ছাড়া অন্য কোন উপায় ছিল না। কোন কোন ফোনের দাম বাড়ানো হয়েছে এই বিষয়ে Xiaomi কে প্রশ্ন করলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোন উত্তর মেলেনি।

ইতিমধ্যেই Flipkart এ একাধিক স্মার্টফোনের দাম বৃদ্ধি চোখে পড়েছে।
✓ 6GB RAM + 128GB স্টোরেজে Poco X2 আগে 16,999 টাকায় বিক্রি হতো।
এখন সেই ফোনের দাম বেড়ে হয়েছে 17,999 টাকা।

✓ 6GB RAM + 64GB স্টোরেজে Redmi K20 ও 6GB RAM + 128GB স্টোরেজে Redmi K20 Pro-র দাম 2,000 টাকা বেড়েছে।

Leave a Reply