25/09/2020

গরিব-দুঃস্থ মানুষদের খাবারের ব্যবস্থা করতে এগিয়ে এলেন চন্দননগর পুলিশ কমিশনারেট

গরিব-দুঃস্থ মানুষদের খাবারের ব্যবস্থা করতে এগিয়ে এলেন চন্দননগর পুলিশ কমিশনারেট

গরিব-দুঃস্থ মানুষদের খাবারের ব্যবস্থা করতে এগিয়ে এলেন চন্দননগর পুলিশ কমিশনারেট ।
✓ চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর 9434222000, এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে জানালেই চন্দননগর পুলিস কমিশনারেট সেইসব মানুষদের খাবারের ব্যবস্থা করবে।
✓ চন্দননগর পুলিস কমিশনারেটের পক্ষ থেকে গরিব মানুষদের চাল, ডাল, আলু, তেল বিলি করা হয়।
পুলিস কমিশনার হুমায়ুন কবীর জানিয়েছেন, এই উদ্দেশ্যে একটি ফান্ড গঠন করা হয়েছে।
✓ ইতিমধ্যেই দেড়শো টন চাল, ৫০ টন আলু ও ২০ টন ডাল কেনা হয়ে গিয়েছে।
✓ এক লাখ মানুষকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
✓ হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিলি করা শুরু হয়েছে গুপ্তিপাড়াতেও।

Leave a Reply