28/10/2020

বাড়ছে না বাসভাড়া , চাপের মুখে সিদ্ধান্ত প্রত্যাহার রাজ্যের

বাড়ছে না বাসভাড়া , চাপের মুখে সিদ্ধান্ত প্রত্যাহার রাজ্যের

বাড়ছে না বাসের ভাড়া। নিজেদের অবস্থান থেকে সরে এসে জানালেন পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।
public Bus in Kolkata
সংবাদসংস্থা PTI-তে তিনি জানিয়েছেন, বেসরকারি বাসমালির সংগঠনগুলির বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব গ্রহণ করবে না রাজ্য সরকার।

শনিবার তিনি জানান, ‘উদ্ভূত পরিস্থিতিতে মানুষের ওপর আর চাপ বাড়ুক তা চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গণপরিবহণের ভাড়া বৃদ্ধির প্রস্তাব মানা হবে না।’সঙ্গে তিনি জানিয়েছেন, কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পরিমাণে সরকারি বাস চালানো হবে।

রেড ও অরেঞ্জ জোনে সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলবে বাস। গ্রিন জোনে ২৪ ঘণ্টা চালু থাকবে পরিষেবা। ইতিমধ্যে কলকাতার ১৫টি রুটে সরকারি বাস চলাচল শুরু হয়েছে।

বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী। ট্রাম ও ফেরি চলাচল নিয়েও দ্রুত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তিনি।

রাজ্য সরকার ভাড়াবৃদ্ধির প্রস্তব না মানায় বেসরকারি বাস রাস্তায় নামা নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিল। কারণ ভাড়া না বাড়ালে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব নয় বলে আগেই জানিয়ে দিয়েছিলেন বাসমালিকরা।

মন্ত্রীমশাই ভাড়াবৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যানের পর তাঁরা কী করেন সেটাই দেখার।