27/09/2020

এক নজরে দেখে নিন কলকাতার ‘কনটেনমেন্ট জোন’ নয় হিসেবে চিহ্নিত তালিকা

এক নজরে দেখে নিন কলকাতার ‘কনটেনমেন্ট জোন’ নয় হিসেবে চিহ্নিত তালিকা

রাজ্যের পক্ষ থেকে জানানো হয় প্রতিদিন রাজ্যের ‘কনটেনমেন্ট জোন’ বা সংক্রামক এলাকার তালিকা আপডেট করা হবে।

সেইমতো মঙ্গলবার রাজ্যের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে সোমবারের থেকে কলকাতা সংক্রামক এলাকার সংখ্যা দুটি কমেছে।

সোমবারের তালিকা অনুযায়ী, কলকাতা পুরনিগমের আওতায় ৩১৮ টি সংক্রামক এলাকা ছিল। মঙ্গলবারের নয়া তালিকার অনুযায়ী, তা কমে দাঁড়িয়েছে ৩১৬। তা সত্ত্বেও কলকাতা পুরনিগমের আওতায় রাজ্যের অধিকাংশ সংক্রামক এলাকা রয়েছে।

কলকাতা পুরনিগমের সংক্রামক এলাকাগুলি দেখুন – এখানে ক্লিক করুন

নয়া তালিকা অনুযায়ী, কলকাতা পুরনিগমের ১৪৪ টির মধ্যে ৩৮ ওয়ার্ডে কোনও সংক্রামক এলাকা নেই। সেই ওয়ার্ডগুলি হল – ২, ১৬, ৭১, ৭২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ৯২, ৯৪, ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ১০২, ১০৩, ১০৫, ১১২, ১১৩, ১১৭, ১১৮, ১১৯, ১২০, ১২১, ১২৪, ১২৫, ১২৭, ১২৮, ১২৯, ১৩২, ১৩৩, ১৪১, ১৪২, ১৪৩ এবং ১৪৪।