25/09/2020

লকডাউনের সময় সীমা বাড়াল প্রতিবেশী রাজ্য ওড়িশা

লকডাউনের সময় সীমা বাড়াল প্রতিবেশী রাজ্য ওড়িশা

লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। তার আগেই প্রথম রাজ্য হিসেবে লকডাউনের মেয়াদ বাড়ানোর পথে হাঁটল ওড়িশা সরকার।

বৃহস্পতিবার মন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন ওড়িশা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তারপর ভিডিয়ো বার্তায় জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, ‘আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আমরা লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে কেন্দ্রের কাছে একটি সুপারিশ পাঠানো হবে।’ ওই সময় পর্যন্ত ওড়িশায় রেল ও উড়ান পরিষেবা বন্ধ রাখার জন্য কেন্দ্রকে আর্জি জানিয়েছে ওড়িশা।

সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আগের মতো কৃষিকাজ, প্রাণীসম্পদ বিকাশ ও ১০০ দিনের কাজ লকডাউনের আওতার বাইরে থাকবে। তবে
পণ্যবাহী গাড়িও চলাচল করবে বলে জানানো হয়েছে।

তবে লকডাউন উঠে গেলেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা হবে না। বরং ১৭ জুন পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply