24/09/2020

রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে এক স্বাস্থ্যকর্তার মৃত্যু , তদন্তে স্বাস্থ্য ভবন

রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে এক স্বাস্থ্যকর্তার মৃত্যু , তদন্তে স্বাস্থ্য ভবন

রাজ্যে এবার মৃত্যু এক স্বাস্থ্যকর্তার। করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার রাতে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

তিনি মৌলালির সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের অ্যাডিশনাল ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। এই স্টোর থেকেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে করোনা রুখতে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট অর্থাৎ পিপিই,মাস্ক ,স্যানিটাইজার, গ্লাভস, হাইড্রক্সিক্লোরোকুইন-সহ যাবতীয় প্রয়োজনীয় ওষুধ জিনিসপত্র পাঠানো হয়।

স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, ওই কর্তার হৃদযন্ত্রের সমস্যা ছিল, আট মাস আগে তিনি এসএসকেএম গিয়েছিলেন চিকিৎসা করাতেন। তাঁর সুগার ও হাই পারটেনশন ছিল।

স্বাস্থ্যভবন সূত্রে আরও খবর, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ওই স্বাস্থ্যকর্তা। বেহালায় স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসা করাতেন। জ্বর, শ্বাসকষ্ট বাড়ায় গত শুক্রবার বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়।

তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে এই কারণেই মৃত্যু কিনা, তা খতিয়ে দেখছে স্বাস্থ্যদফতর।


উল্লেখ্য, তাঁর স্ত্রী ও স্থানীয় ওই চিকিৎসকের শরীরের নমুনার পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে। তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।