29/09/2020

আর ছুটতে হবে না ব্লাডব্যাঙ্কে ! ব্লাড বুক যাবে অ্যাপের মাধ্যমে

আর ছুটতে হবে না ব্লাডব্যাঙ্কে ! ব্লাড বুক যাবে অ্যাপের মাধ্যমে

করোনা সংক্রমণের জন্যে আজ সাড়া দেশ লকডাউন । প্রয়োজনে কোথায় মিলবে রক্ত, তা ভেবে পাচ্ছেন না অনেকেই। সেই সমস্যার সমাধান করতে একটি অ্যাপ চালু করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ।

যাতে নিরাপদ ও সহজে সকলে রক্ত পান তার জন্য “ইব্লাডসার্ভিস” অ্যাপ ঘোষণা করেছেন তিনি। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সঙ্গে গাঁটছড়া বেঁধে এই অ্যাপের কথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী।

তিনি জানিয়েছেন এই ভাবে সহজেই রক্ত পেতে পারেন একজন। আর এক ব্লাড ব্যাঙ্ক থেকে অন্য ব্লাড ব্যাঙ্কে ছুটে বেড়াতে হবে না।

হর্ষ বর্ধন বলেছেন, “আমার কাছে অনেকেই নিরাপদে রক্ত না পাওয়ার অভিযোগ জানিয়েছিলেন।” এমনকি এমন ব্যক্তিরাও রয়েছেন যাঁদের শারীরিক সমস্যার জন্য প্রায় রক্ত নিতে হয়। তাঁদেরও সমান উপকার হবে এর মাধ্যমে।
eBloodServices Apps screenshot
eBloodServices Apps screenshot
ডিজিটাল ইন্ডিয়া স্কিমের অন্তর্গত ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিংয়ের ই-রক্তকোশ দল এই অ্যাপটি তৈরি করেছে।
eBloodServices Apps screenshot
এই অ্যাপের মাধ্যমে এবার চার ইউনিট রক্ত বুক করা যাবে। তারপর ১২ ঘন্টার সময়ের মধ্যে নির্দিষ্ট ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত সংগ্রহ করতে হবে।

অ্যাপ ডাউলোড করার লিঙ্ক