27/09/2020

5G সাপোর্ট সহ লঞ্চ হল Oppo Find X2 Lite

5G সাপোর্ট সহ লঞ্চ হল Oppo Find X2 Lite

সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে লঞ্চ হয়েছিল Oppo Find X2 Pro ও Find X2। এবার পর্তুগালে লঞ্চ হল Oppo Find X2 Lite।

এই সিরিজের অন্য দুই ফোনের মতোই লাইট ভার্সানেও থাকছে 5G কানেক্টিভিটি। একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। যদিও ভারতে এই ফোন লঞ্চের বিষয়ে কিছু জানায়নি চিনের কোম্পানিটি।

Oppo Find X2 Lite স্পেসিফিকেশন

✓ Oppo Find X2 Lite-এ Android 10 অপারেটিং সিস্টেম
✓ কোম্পানির ColorOS 7 স্কিন চলবে।
✓ এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ 60Hz ডিসপ্লে।

✓ ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
✓ ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765G চিপসেট ।
✓ 8GB LPDDR4X RAM।
✓ এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। 48+8+2 ।
✓ সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
✓ পর্তুগালে কোম্পানির ওয়েবসাইটে Oppo Find X2 Lite দেখা গেলেও এই ফোনের দাম প্রকাশ করেনি কোম্পানি।

✓ যদিও Oppo Find X2 ও Find X2 Pro-র থেকে কম দামে বিক্রি হতে পারে Oppo Find X2 Lite।

✓ Oppo Find X2 Pro -র দাম শুরু হচ্ছে 1,199 ইউরো (প্রায় 1,67,300 টাকা) থেকে। 12GB RAM + 512GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
✓ অন্যদিকে Find X2 -র দাম 999 ইউরো (প্রায় 84,400 টাকা)।