30/09/2020

করোনাভাইরাস এ বার কেড়ে নিল এক পদ্মশ্রী বিজেতার প্রাণ

করোনাভাইরাস এ বার কেড়ে নিল এক পদ্মশ্রী বিজেতার প্রাণ

করোনাভাইরাস এ বার কেড়ে নিল এক পদ্মশ্রী বিজেতার প্রাণ। প্রখ্যাত শিখ ধর্মীয় সঙ্গীতশিল্পী নির্মল সিং বৃহস্পতিবার ভোরে করোনাায় প্রয়াত হয়েছেন। সম্প্রতি বিদেশ থেকে ফিরেই শ্বাসকষ্ট শুরু হয়েছিল তাঁর।
বৃহস্পতিবার ভোর ৪.৩০টে অমৃতসরে তাঁর জীবনাবসান হয়। তিনি স্বর্ণমন্দিরে প্রাক্তন ‘হাজুরি রাগি’ ছিলেন ।

বুধবার তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। পঞ্জাবের বিপর্যয় মোকাবিলা দফতরের বিশেষ মুখ্য সচিব কেবিএস সিধু জানিয়েছিলেন, ‘ ব্রংকিয়াল অ্যাস্থমা থাকায় তাঁক ঝুঁকি ক্রমেই বাড়ছে।’সম্প্রতি বিদেশ থেকে ঘুরে এসে শ্বাসকষ্ট শুরু হয় নির্মল সিং-এর। তাঁকে ৩০ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। আধিকারিকরা জানিয়েছেন, বিদেশ থেকে ফেরার পর দিল্লি, চণ্ডীগড় ও অন্যান্য কয়েকটি জায়গায় বিরাট জমায়েতে অংশ নিয়েছিলেন তিনি। ১৯ মার্চে চণ্ডীগড়ের বাড়িতে তিনি ও তাঁর পরিবার এবং আত্মীয়স্বজনেরা কীর্তনের আসর বসিয়েছিলেন। নির্মল সিং-এর দুই কন্যা, পুত্র, স্ত্রী, চালক ও আরও ৬ জনকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।
২০০৯ সালে পদ্মশ্রী জেতেন নির্মল সিং। গুরু গ্রন্থ সাহিবের গুরবানির ৩১ রাগে বিশেষ পারদর্শিতার জন্য তাঁর খ্যাতি রয়েছে।

Leave a Reply