26/09/2020

চাল চুরির অভিযোগ, তৃণমূল নেতাদের শুটিয়ে লাল নীল করে দিল গ্রামবাসী

চাল চুরির অভিযোগ, তৃণমূল নেতাদের শুটিয়ে লাল নীল করে দিল গ্রামবাসী

চাল চুরির অভিযোগে পার্টি অফিসের ভিতর ঢুকে তৃণমূল নেতাদের বেধড়ক পেটালেন গ্রামবাসীরা। ঘটনা উত্তর ২৪ পরগনার শাসনের মজলিসপুর বাজারের।

অভিযোগ ত্রাণ বিলির জন্য স্থানীয় শিল্পপতিদের কাছ থেকে তোলা টাকা ঝেড়ে দিয়েছেন এলাকারই ৪ তৃণমূল নেতা।

শনিবার সকালে শাসন থানা এলাকার ২৩ নম্বর বাসস্ট্যান্ড লাগোয়া তৃণমূলের পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।

তাঁদের অভিযোগ, স্থানীয় ইটভাটা মালিক, ভেড়ি মালিকদের কাছ থেকে করোনায় ত্রাণ বিলির নামে লক্ষ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করেছেন ৪ তৃণমূল নেতা। কিছু টাকার লোক দেখানো ত্রাণ দেওয়া হলেও বাকি টাকা ভরেছেন নিজেদের পকেটে।

এর প্রতিবাদে শনিবার সকাল থেকে তৃণমূল পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বিক্ষোভ চরমে উঠলে পার্টি অফিসের ভিতরে ঢুকে চার তৃণমূল নেতাকে বেদম ধোলাই দেন তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শাসন থানার পুলিশকর্মীরা। তাদের ঘেরাও করেও এক দফা বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবশেষে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের গ্রেফতারি আশ্বাস পেলে বিক্ষোভ থামে।