25/09/2020

রেশন দুর্নীতির প্রতিবাদে মিছিলে গ্রেফতার বিমান বসু ও অন্যান্যরা

রেশন দুর্নীতির প্রতিবাদে মিছিলে গ্রেফতার বিমান বসু ও অন্যান্যরা

রেশন দুর্নীতির প্রতিবাদ করে বামেদের প্রতিবাদ মিছিল। শনিবার এই মিছিল থেকে শহরের মেজর আর্টিয়াল রোডে গ্রেফতার করা হয় বাম নেতাদের।

গ্রেফতার হয়েছেন প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম, বিধায়ক সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র-সহ অন্য বাম নেতারা।এই মিছিলে এঁরা ছাড়াও ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। এই মিছিলে ভঙ্গ করা হয়েছে লকডাউন বিধি। এই অভিযোগে গ্রেফতার করা হয় বাম নেতাদের। এমনটাই জানিয়েছে লালবাজার।

জানা গিয়েছে, প্রায় ৫০ জনের জমায়েত থেকে রেড রোডে আয়োজন করা হয়েছিল এই মিছিল। স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দুরত্ব রেখে হাতে প্ল্যাকার্ড নিয়ে আয়োজন করা হয়েছিল এই মিছিল।

গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে সঠিক ভাবে পৌঁছে দেওয়া হচ্ছে না গরিবদের ঘরে চাল-ডাল। রেশন সামগ্রি অবৈধ ভাবে মজুত করে বাজারে তৈরি করা হচ্ছে কৃত্রিম অভাব।

মুখ্যমন্ত্রী দাবি করলেও, রাজ্যর বিপিএল তালিকাভুক্ত ১০০% মানুষ পাচ্ছেন না এই রেশন। এদিন এই দাবিগুলোকে সামনে রেখে প্রতিবাদে সরব হয়েছিলেন বাম নেতৃবৃন্দ।