অধীর চৌধুরির প্রশ্নের উত্তরে PM CARES ফান্ড থেকে কত টাকা পেয়েছে কেন্দ্র লোকসভায় জানালেন হর্ষ বর্ধন

অনেক তর্ক বিতর্ক এর পর অবশেষে মিলল PM CARES এর খতিয়ান। পিএম কেয়ার্স থেকে কত টাকা স্বাস্থ্যমন্ত্রক পেয়েছে, তার খতিয়ান প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। রবিবার লোকসভায় কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরির প্রশ্নের জবাবে টাকার অঙ্কটা জানান স্বাস্থ্যমন্ত্রী।
কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি লিখিতভাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কাছে এ বিষয়ে জানতে চান। তিনি লেখেন,“মহামারী পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি হয়েছে পিএম কেয়ার্স তহবিল । আমি জানতে চাই সেই ফান্ড থেকে আপনার স্বাস্থ্য মন্ত্রক ও রাজ্যগুলি কত টাকা পেয়েছে?”
My ministry got Rs 893.93 crores from PM-CARES Fund for 50,000 made in India ventilators: Union Health Minister Harsh Vardhan in Lok Sabha during the discussion on COVID-19 pandemic https://t.co/07x1mKCMG6 pic.twitter.com/m8SCkaGWvj
— ANI (@ANI) September 20, 2020
জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, “প্রধানমন্ত্রীর তহবিল থেকে স্বাস্থ্যমন্ত্রক এখনও পর্যন্ত ৮৯৩ কোটি ৯৩ লক্ষ টাকা পেয়েছে। যা ৫০ হাজার মেক ইন ইন্ডিয়া ভেন্টিলেটর কিনতে ব্যবহার করা হয়েছে।”
প্রসঙ্গত, এই ভেন্টিলেটরের মান ও দাম নিয়ে এক RTI-এর রিপোর্ট সামনে আসে। তাতে বিস্তর গোলমাল ধরা পড়েছিল। এমনকী, মেক ইন ইন্ডিয়া ভেন্টিলেটর ফেরত পাঠিয়েছিল বেশকিছু হাসপাতাল। ফলে এদিন স্বাস্থ্যমন্ত্রীর উত্তরেও যে বিতর্ক থামবে, তা মনে করছে না ওয়াকিবহাল মহল।