29/09/2020

স্বামীত্ব যোজনা সম্পর্কে কিছু জানা অজানা তথ্য

স্বামীত্ব যোজনা সম্পর্কে কিছু জানা অজানা তথ্য

জাতীয় পঞ্চায়েত দিবস উপলক্ষে দেশের সরপঞ্চদের সঙ্গে শুক্রবার ভিডিয়ো কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী মোদী।

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই আগামী দিনে পঞ্চায়েতের কাজ কীভাবে চলবে, সেই রূপরেখা পঞ্চায়েত সরপঞ্চদের বাতলে দিলেন প্রধানমন্ত্রী মোদী।

একইসঙ্গে দেশের পঞ্চায়েতগুলির কাজের দক্ষতা আরও বাড়াতে এদিন ২টি অ্যাপেরও উদ্বোধন করলেন মোদী। একটি ‘ই-গ্রাম স্বরাজ অ্যাপ‘, অন্যটি ‘স্বামীত্ব যোজনা অ্যাপ‘।

স্বামীত্ব যোজনা

✓ গ্রামের সম্পত্তি মালিকানাগত বিবাদ মেটাতে স্বামীত্ব যোজনার সূচনা করেন মোদী।
✓ স্বামীত্ব যোজনায় ড্রোনের মাধ্যমে গ্রামবাসীদের সম্পত্তির ম্যাপিং হবে।
✓ জিপিএস-এ ম্যাপিংয়ে সম্পত্তির খতিয়ান তৈরি করা হবে।
✓ সম্পত্তির মালিকানা নির্ধারণ করা হবে।
✓ মালিকানা পাবেন গ্রামের নাগরিকরা।
✓ মোদী বলেন, “সম্পত্তির ডিজিটাল নথিতে সুগম হবে ঋণের পথ। ডিজিটাল পথে গ্রামীণ ভারতের ভোল বদলাবে।”

Website Link