দেশবাসীকে সতর্ক করতেও সেই সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একদিকে যেমন করোনা সংক্রমণ রুখতে সোশ্যাল মিডিয়ায় সরকারের যাবতীয় পদক্ষেপ এবং জরুরি তথ্য তুলে ধরছেন, তেমনই সহজ ভিডিও বা ছবির সাহায্যেও সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন করতে চাইছেন তিনি৷ নিজের পোস্ট তো বটেই, তার সঙ্গে করোনা সংক্রমণ রুখতে অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের পোস্টও রিটুইট করছেন তিনি৷
যেমন বৃহস্পতিবারই টুইটারে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী৷ করোনা কীভাবে একজনের থেকে অন্যজনের শরীরে ছড়ায়, তা বোঝাতেই এই ভিডিওটি পোস্ট করেছেন নরেন্দ্র মোদি৷
সেখানে দেখা যাচ্ছে, গ্রামের এক শিশু কীভাবে তার বন্ধুদের খেলাচ্ছলের করোনা সংক্রমণের বিপদ বুঝিয়ে দিচ্ছে৷
ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘শিশুরা খেলাচ্ছলে যা বুঝিয়ে দিচ্ছে, তার মধ্যে করোনা মহামারি থেকে রক্ষা পাওয়ার বড় শিক্ষা লুকিয়ে আছে৷’