বাংলায় এসে আমফান ত্রাণে প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকা ঘোষণা মোদীর

বাংলায় এসে আমফান ত্রাণে প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকা ঘোষণা মোদীর

এক ঘণ্টার হেলিকপ্টার সফরে রাজ্যের আমফান বিধ্বস্ত এলাকা ঘুরে দেখালেন নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক ঘণ্টার সফরে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ঘুরে দেখেন ৷ পুরো এলাকাই জলের তলায় ৷
1000 crore rupees donate pm narendra modi for amphan cyclone
বসিরহাটে বৈঠকের পর মোদী বললেন সবচেয়ে খারাপ অবস্থা পশ্চিমবঙ্গে। লাগাতার সবার সঙ্গে সম্পর্ক ছিল। কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করছে। তারপরেও অনেকে মানুষ মারা গিয়েছেন। যারা মারা গিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এই বিপদের সময় আমরা পাশে আছি। কৃষি, বিদ্যুত, টেলিকমিউনিকেশন সবার ক্ষতি হয়। বিমানেপরিদর্শন করে খুঁটিয়ে দেখা হল ক্ষতিগ্রস্ত কী কী । বিস্তারিত সমীক্ষা করা হোক খুব দ্রুত। দল পাঠাবে কেন্দ্র।

এই বিপদের সময় আমরা সবাই একসঙ্গে আছে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা হবে। যা নীতি নিয়ম আছে পুরো সাহায্য করা হবে রাজ্যকে।

এক হাজার কোটি টাকা আপাতত অগ্রিম অ্যাডভান্স দেওয়া হচ্ছে রাজ্যকে। দুই লক্ষ টাকা দেওয়া হবে মৃতদের।আহতদের জন্য ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। মমতার নেতৃত্বে রাজ্য যথাসাধ্য করছে। ভারত সরকারও চেষ্টা করবে যথাসাধ্য চেষ্টা করতে ।