কেন্দ্রকে অনুরোধ রাজ্যের ২৬ মে অবধি ট্রেন পাঠাবেন না ; চিঠি রাজ্যের মুখ্যসচিবের

কেন্দ্রকে অনুরোধ রাজ্যের ২৬ মে অবধি ট্রেন পাঠাবেন না ; চিঠি রাজ্যের মুখ্যসচিবের

আমফানে ক্ষতিগ্রস্ত পশ্চিমবাংলা, বিশেষত দক্ষিণবঙ্গ। সেই পরিস্থতিতে আপাতত পরিযায়ীদের স্বাগত জানানোর ক্ষমতা নেই, বলে রেলকে চিঠি লিখল পশ্চিমবঙ্গ। আগামী সপ্তাহের মঙ্গলবার অবধি ট্রেন না পাঠানোর অনুরোধ করা হয়েছে।
কেন্দ্রকে অনুরোধ রাজ্যের ২৬ মে অবধি ট্রেন পাঠাবেন না ; চিঠি রাজ্যের মুখ্যসচিবের
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে যে রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব। তিনি বলেছেন যে জেলা প্রশাসন এখন ত্রাণ ও উদ্ধারকার্জে ব্যস্ত, তাই এখনই বিশেষ ট্রেনকে স্বাগত জানাতে পারব না কয়েকদিন। দয়া করে ২৬ মে অবধি ট্রেন চালাবেন না।

প্রসঙ্গত যারা বাইরে থেকে আসছেন, তাদের তাপমাত্রা পরীক্ষার পর তাদের সামাজিক দূরত্ব মেনে বাড়ি পৌঁছাতে সাহায্য করে প্রশাসন। কিন্তু আপাতত আমফানের জেরে সেই কাজ করা মুস্কিল।


এর জন্যেই ট্রেন পরিসেবা বন্ধ করতে বলা হয়েছে রাজ্যের তরফে। প্রসঙ্গত শ্রমিক বিশেষ ট্রেনের জন্য আগে গন্তব্য রাজ্যেরও অনুমতি লাগত। কিন্তু সেই নিয়ম উঠিয়ে দিয়েছে কেন্দ্র। তাই ট্রেন পাঠানোর ক্ষেত্রে কোনও বাঁধা নেই। কিন্তু রাজ্যের অনুরোধ রেলমন্ত্রর রাখে কিনা, সেটা দেখার।