30/09/2020

করোনা মোকাবিলায় কি কি আর্থিক প্যাকেজ ঘোষণা করল অর্থমন্ত্রী

✓ ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা আর্থিক ঘোষনা ।

✓ উজ্জলা যোজনায় প্রথম তিন মাসের গ্যাস ফ্রী তে দেবে কেন্দ্র ।

✓ ১০০ দিনের কাজের মূল্য 182 থেকে বাড়িয়ে 202 টাকা মূল্য ধার্য করল অর্থমন্ত্রী ।

✓ তিন মাসের EPF এর টাকা দেবে কেন্দ্র ।

✓ মহিলাদের জনধন অ্যাকাউন্টে ৩ মাসের জন্য মাসিক ৫০০ টাকা দেবে কেন্দ্র ।

✓ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ১০ কেজি করে চাল অথবা গম করে আগামী তিন মাস ধরে মাথাপিছু পাবেন উপভোক্তরা৷ সঙ্গে পরিবার পিছু এক কেজি করে ডাল করে দেওয়া হবে৷ পুরোটাই দেওয়া হবে বিনামূল্যে৷উপকৃত হবে ৮০ কোটি পরিবার৷

✓ যাদের বেতন ১৫ হাজারের কম তাদের ৩ তিন মাসের পি এফ দেবে কেন্দ্র ।

✓ চিকিৎসা যুক্ত ব্যাক্তি দের ৫০ লক্ষ বিমা ঘোষনা কেন্দ্রের ।

✓ কৃষকদের এখনই ২ হাজার টাকা করে দেবে সরকার৷ ৮ কোটি ৬৯ লক্ষ কৃষক উপকৃত হবেন৷ প্রধানমন্ত্রী কৃষক কল্যাণ প্রকল্পের অধীনে যে টাকা প্রাপ্য ছিল এপ্রিলের প্রথম সপ্তাহেই তা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে৷

✓ ডিস্ট্রিক্ট মিনারেল ফান্ড ব্যবহার করে করোনা সংক্রমণ রুখতে চিকিৎসা পরিকাঠামো এবং পরিষেবা উন্নত করার জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে৷

✓ নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য ৩১ হাজার কোটি টাকার তহবিল ব্যবহার করা হবে৷ রাজ্য সরকারগুলিকে সেই নির্দেশ দেওয়া হয়েছে৷

Leave a Reply