30/09/2020

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা এনকাউন্টারে খতম ২ জঙ্গি, শহিদ হলেন ১ জওয়ান

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা এনকাউন্টারে খতম ২ জঙ্গি, শহিদ হলেন ১ জওয়ান

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে মঙ্গলবার কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, সিআরপিএফের এক জওয়ান শহিদ হয়েছেন। দুই জঙ্গিকেও খতম করেছে সিআরপিএফ।
terorist death in Pulwama
মঙ্গলবার একদম ভোরে পুলওয়ামার বন্দজু গ্রামে অভিযানের তোড়জোড় শুরু করে পুলওয়ামা পুলিশ। সেনা ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীকেও খবর দেওয়া হয়। সেইমতো পুলওয়ামার ওই গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী।

বাহিনীর উপস্থিতি টের পেয়ে, জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে, এনকাউন্টার বেধে যায়। কয়েক মিনিটের মধ্যেই নিকেশ করা হয় দুই জঙ্গিকে। জঙ্গিদের গুলিতে জখম হন সিআরপিএফের এক জওয়ান। হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

জম্মু-কাশ্মীর পুলিশের এক কর্তা জানিয়েছেন, সোমবার রাতে সাড়ে ৮টা নাগাদ ত্রালের বটাগুন্ড সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে জঙ্গিরা গ্রেনেড ছোড়ে। গ্রেনেডটি ক্যাম্পের বাইরে পড়ায়, বিস্ফোরণে কোনও প্রাণহানি হয়নি। কারও আঘাতও লাগেনি। ঘটনার পরপরই শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়েন সিআরপিএফেও জওয়ানরা।