26/09/2020

ওড়িশার পর লকডাউনের মেয়াদ বাড়াল পঞ্জাব সরকার

ওড়িশার পর লকডাউনের মেয়াদ বাড়াল পঞ্জাব সরকার

শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর পঞ্জাবের বিশেষ মুখ্যসচিব টুইট করেন, ‘পঞ্জাবের মন্ত্রিসভা সর্বসম্মতভাবে কার্ফু বা লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল, ২০২০ বা ১ মে ২০২০ পর্যন্ত করেছে। আজ (শুক্রবার) থেকে ২১ দিন। কড়া হাতে লাগু (করা হবে)।’

তবে চাষিদের জন্য লকডাউনে আংশিক ছাড় দেওয়া বলে আগেই জানিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। চাষিদের জন্য জেলাভিত্তিক লকডাউন শিথিল করা হবে। অমরিন্দর বলেন, ‘এখন চাষের সময়। ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন। পরদিন থেকে গমের চাষ শুরু হবে। চার বছর টানা আমরা দুর্দান্ত চাষ করব।’

Leave a Reply