26/10/2020

এবার এজেন্টদের মাধ্যমে কাটতে পারবেন ট্রেনের টিকিট , জানালো রেলমন্ত্রক

এবার এজেন্টদের মাধ্যমে কাটতে পারবেন ট্রেনের টিকিট , জানালো রেলমন্ত্রক

ফের আম আদমি রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন। বৃহস্পতিবার রাতে রেলের তরফ থেকে এই কথা জানান হল। একই সঙ্গে কমন সার্ভিস সেন্টার ও এজেন্টদের মাধ্যমে বুকিং করা যাবে বলে জানাল রেলওয়ে।
Rail ticket booking via agent
রেলমন্ত্রক জানিয়েছে যে পরিষেবা স্বাভাবিক করার দিকে বড় পদক্ষেপ হল এটি। এর ফলে যারা রেলে যাত্রা করতে ইচ্ছুক তাদের সুবিধা হবে। তবে রেলওয়ের সমস্ত জোনকে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছে রেল।

শুক্রবার থেকে ধীরে ধীরে রিজার্ভেশন কাউন্টার খুলতে সংশ্লিষ্ট জোনদের বলেছে ভারতীয় রেল। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী কোথায় কোথায় ও কখন কাউন্টার খোলা হবে, সেটি জোনগুলি ঠিক করবে।
rail ticket booking via agent
একই সঙ্গে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে রেলের টিকিট বুক করা যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। যারা এজেন্ট আছেন রেলের, তাদের মাধ্যেমেও টিকিট বুক করা যাবে ।

প্রসঙ্গত ১লা মে থেকে লকডাউনের মধ্যে ট্রেন চালু করে রেল। প্রথমে শ্রমিক ট্রেন, তারপর এসি বিশেষ ট্রেন ও পয়লা জুন থেকে ২০০ টি বিশেষ ট্রেন চালু করবে বলে জানান হয়েছে।

অনেক ছোটো শহরেও যাবে ট্রেন ১লা জুন থেকে। তাদের জন্য কাউন্টারে টিকিট বিক্রি নিশ্চিত ভাবেই সুবিধাজনক হবে।