20/09/2020

লঞ্চ হল Realme Watch দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

লঞ্চ হল Realme Watch দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

ভারতে লঞ্চ হল Realme’র প্রথম স্মার্টওয়াচ। নতুন Realme Watch-এ থাকছে টাচস্ক্রিন ডিসপ্লে। এই স্মার্টওয়াচে 2.5D কার্ভড ডিসপ্লে ব্যবহার করেছে চিনের সংস্থাটি।
Realme Watch
এক নজরে দেখে নিন Realme Watch-এর স্পেসিফিকেশন

✓ Realme Watch-এও স্মার্ট ফিচারের সঙ্গেই রয়েছে একাধিক স্পোর্টস ট্র্যাকিং মোড।
✓ থাকছে রিয়েল টাইম হার্ট-রেট সেন্সর।
✓ এছাড়াও রক্তে অক্সিজেনের পরিমাণ মাপতে রয়েছে SpO2 সেন্সর।
✓ এই স্মার্টওয়াচে 14টা স্পোর্টস ট্র্যাকিং মোড রয়েছে।
✓ এছাড়াও স্মার্টফোনের ভয়েস কল, এসএমএস ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অন্যান্য অ্যাপ নোটিফিকেশন দেখে নেওয়া যাবে।
✓ এছাড়াও স্মার্টওয়াচ থেকে মিউজিক প্লে-ব্যাক নিয়ন্ত্রণ করা যাবে।
✓ ক্যামেরার রিমোট শাটার হিসাবে ব্যবহার করা যাবে এই স্মার্টওয়াচ।
✓ Realme Watch থেকে ভয়েস কল করা যাবে না। কিন্তু ভয়েস কল রিজেক্ট করার অপশন থাকছে।
✓ Realme Link অ্যাপ ব্যবহার করে এই স্মার্টওয়াচ স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে।
✓ Realme Watch-এ রয়েছে একটি 1.4 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে।
✓ সঙ্গে রয়েছে 2.5D কার্ভড গ্লাস।
✓ এই চাইনিজ কোম্পানির দাবি এক চার্জে 20 দিন চলবে এই স্মার্টওয়াচ।
✓ লঞ্চের সময় এই স্মার্টওয়াচে 12টা ওয়াচফেস থাকছে।
✓ ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে 100টা ওয়াচফেস পাঠাবে Realme।
✓ Realme Watch-এর ওজন 31 গ্রাম।
✓ Realme Watch-এর দাম 3,999 টাকা।
✓ 5 জুন Flipkart ও Realme.com থেকে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু হবে ।