Redmi লঞ্চ করেছে 4K স্মার্টটিভি Redmi Smart TV X65 দেখে নিন এক ঝলকে

Redmi লঞ্চ করেছে 4K  স্মার্টটিভি Redmi Smart TV X65 দেখে নিন এক ঝলকে

স্মার্ট টিভির দুনিয়ায় জমি শক্ত করতে নতুন প্রোডাক্ট নিয়ে এল Xiaomi। মঙ্গলবার চিনে একসঙ্গে তিনটি নতুন স্মার্টটিভি লঞ্চ হয়েছে। Redmi ব্র্যান্ডের অধীনে এই প্রোডাক্টগুলি বাজারে এসেছে।
Redmi Smart TV X65

Redmi Smart TV X65-তে থাকছে 4K ডিসপ্লে ও ডলবি অডিও।

এক নজরে দেখে নিন Redmi Smart TV X65-এর স্পেসিফিকেশন

✓ টিভিতে থাকছে মেটাল ফ্রেম।
✓ থাকছে 97 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও।
✓ রিমোট কন্ট্রোলে থাকছে ভয়েস কমান্ড।
✓ এই টিভিতে 12.5W স্পিকার রয়েছে।
✓ টিভির ভিতরে রয়েছে দুটি Cortex-A73 কোর ও দুটি Cortex-A73 কোর সিপিইউ।
✓ সঙ্গে রয়েছে Mali-G51 জিপিইউ ।
✓ 2GB RAM ও 32GB স্টোরেজ।
✓ কানেক্টিভিটির জন্য রয়েছে Wifi, Bluetooth 5.0, তিনটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট একটি ইথারনেট পোর্ট।
✓ Redmi Smart TV X65-এ 65 ইঞ্চি ডিসপ্লে থাকছে ।
✓ Redmi Smart TV X65-এর দাম 3,299 ইউয়ান (প্রায় 35,500 টাকা)।
✓ ইতিমধ্যেই চিনে প্রি-অর্ডার শুরু হয়েছে।