27/09/2020

5,020mAh ব্যাটারি নিয়ে ভারতে আসতে পারে Redmi Note 9 এক ঝলকে দেখে নিন

5,020mAh ব্যাটারি নিয়ে ভারতে আসতে পারে Redmi Note 9 এক ঝলকে দেখে নিন

সম্প্রতি ইউরোপের বাজারে লঞ্চ হয়েছিল Redmi Note 9। ভারতে ইতিমধ্যেই Redmi Note 9 ProRedmi Note 9 Pro Max বিক্রি শুরু হলেও এখনও Redmi Note 9 লঞ্চ হয়নি।
redmi note 9
সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে অবশেষে ভারতে আসতে চলেছে এই ফোন। একটি সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের উপস্থিতি সামনে আসার পরেই ভারতে Redmi Note 9 লঞ্চ ঘিরে জল্পনা শুরু হয়েছে।

এক নজরে দেখে নেই Redmi Note 9 স্পেসিফিকেশন

✓ ডুয়াল সিম ।
✓ Redmi Note 9-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে।
✓ এই ফোনে রয়েছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে।
✓ ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G85 চিপসেট ।
✓ 4GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
✓ ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল Samsung GM1 সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
✓ সেলফি তোলার জন্য রয়েছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।
✓ কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Wi-Fi, Bluetooth, NFC, ইনফ্রারেড ব্লাস্টার, GPS, A-GPS, USB Type-C পোর্ট ও 3.5 মিমি অডিও পোর্ট।
✓ ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি ।
✓ রয়েছে 18W ফাস্ট চার্জিং।
✓ Redmi Note 9-এর দাম 199 মার্কিন ডলার (প্রায় 15,100 টাকা)। বেস ভেরিয়েন্টে 3GB RAM + 64GB স্টোরেজ থাকবে।
✓ 4GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 249 মার্কিন ডলার (প্রায় 18,900 টাকা) খরচ হবে।
✓ সবুজ, সাদা ও ধুরস রঙে এই ফোন বিক্রি করবে চিনের সংস্থাটি।
✓ মে মাসের মাঝামাঝি নির্বাচিত কয়েকটি দেশে এই ফোন বিক্রি শুরু হবে।